নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম (২৩) জেলা সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নাহিদ পেশায় ট্রলিশ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহর থেকে ওই সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে নাহিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।