হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৮
দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্ঘটনাকবলিত ধানবোঝাই ট্রাক। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধানবোঝাই ট্রাকের চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহযোগী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে সড়কের পাশে আজ বুধবার ভোরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক বগুড়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের চালক ইসমাইল নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ইসমাইলের সহযোগী বাবু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়ার পথে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।

ডিমলায় হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে আলু

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ: যুবকের মারধরে চাচা নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে সাবেক সেনা কর্মকর্তা আটক

সেকশন