বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজ থেকে ১৫ বছর আগেও দেশে এমন খেলাধুলা ছিল না। ছিল না সুষ্ঠু সংস্কৃতি। শুধু ছিল জঙ্গি সংস্কৃতি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলা ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন করেছে।
আজ শনিবার সাকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলকে না জানলে বাঙালিত্বের কীভাবে জানব। বঙ্গবন্ধুকে না জানলে বাঙালির ইতিহাস জানতে পারব না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু হতে পরব না, তবে তার পথ চলার ক্ষেত্রে যে জায়গাটি রেখে গেছেন তা অনুসরণ করলে একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র মোহাম্মদ আসলাম প্রমুখ।