Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

মধ্যরাতে ঘুমন্ত সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যরাতে ঘুমন্ত সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মধ্যরাতে ঘরে ঢুকে ঘুমন্ত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি (তেরাওতিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্যের নাম আব্দুস শহীদ (৫৫)। তিনি একজন সালিসি ব্যক্তি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আব্দুস শহীদ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই রাতে তিনি বাড়িতে একা ছিলেন। রাত আড়াইটার দিকে তিন-চার দুর্বৃত্ত রান্নাঘরের পেছনের দরজা কেটে ঘরে ঢুকে ঘুমন্ত ওই ব্যক্তিকে বালিশ চেপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আব্দুস শহীদকে মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই সাবেক ইউপি সদস্যকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আব্দুস শহীদদের ভাতিজা আবু বকর বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে তিনি একজন সালিসি ব্যক্তি। এলাকার সব সালিসে তিনি বিচার করেন। সম্প্রতি তিনি এক ইংল্যান্ডপ্রবাসীর একটি বিষয়ে সালিস করেন।’ 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মারধর ওই ব্যক্তির একটি দাঁত ভেঙে গেছে এবং দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। 

এদিকে আজ সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। ব্যক্তিগত কোনো কারণেও হতে পারে। তবে আমরা কাজ করছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তারসহ ঘটনার কারণ উদ্‌ঘাটন করা হবে।’

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়: সভাপতিকে ‘অছাত্র’ দাবি করে ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

১০ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি জাহিরের বাড়িতে দুদকের নোটিশ