সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রের ওপর হামলার অভিযোগে রমিজ উদ্দীন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরের মহাজনপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমিজ উদ্দীন জেলা যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। তাঁর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গত ৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় রমিজ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।