হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় দুইজন ও চুনারুঘাট উপজেলায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা মাওলানা মিজান মিয়া রোববার রাতে পিকআপে করে কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী পৌঁছালে মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা হিলালপুর গ্রামের জহুর মিয়া (৫৫), মাওলানা মিজান মিয়া (৪০), অলুয়া গ্রামের মো. নুরুল আমিন (৩৫) এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ফজলু মিয়া (৫৩) গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নুরুল আমিন মারা যান।’

অপরদিকে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাতে উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০) নামে এক যুবক। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা