হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় দুইজন ও চুনারুঘাট উপজেলায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা মাওলানা মিজান মিয়া রোববার রাতে পিকআপে করে কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী পৌঁছালে মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা হিলালপুর গ্রামের জহুর মিয়া (৫৫), মাওলানা মিজান মিয়া (৪০), অলুয়া গ্রামের মো. নুরুল আমিন (৩৫) এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ফজলু মিয়া (৫৩) গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নুরুল আমিন মারা যান।’

অপরদিকে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাতে উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০) নামে এক যুবক। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন