Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা
ওএমএস কর্মসূচির চাল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ডিলার। অভিযুক্ত ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড় বাজারে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে ২৫০ কেজি ওএমএস চালসহ আটক করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার রকির ১৫ টাকা কেজি দরে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করার কথা। কিন্তু তিনি তা না করে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করছিলেন।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় চালের ক্রেতা জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম অভিযুক্ত ডিলার রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

ওএমএস কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় ধরা পড়েন ডিলার ছাত্রদল নেতা এমদাদুল ইসলাম রকি। ছবি: আজকের পত্রিকা
ওএমএস কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় ধরা পড়েন ডিলার ছাত্রদল নেতা এমদাদুল ইসলাম রকি। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তাঁর ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন আজকের পত্রিকাকে বলেন, ‘এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তাঁর নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

হাসপাতাল চালুসহ দুই দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন দপ্তরের ছুটি বাতিল

সিলেটে মহিলা আ.লীগ নেত্রী নাজমা গ্রেপ্তার

সিলেটে ট্রাকচাপায় নিহত ২

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার