সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের ১২ দিন পর বাবার বাড়ি থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ। তিনি বলেন, ‘নববধূর মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই অলক ও স্থানীয় লোকজন জানান, ১০ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশির ঘর) এলাকার নুরুল হকের ছেলে ইজিবাইক চালক মাহমুদুল হাসানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার নজির আলীর মেয়ে ফারজানা আক্তারের বিয়ে হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ফারজানা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে স্বামী চলে যাওয়ার পর তিনি বাবার বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন ফারজানাকে ওই ঘরে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ফারজানার বড় বোন সুজনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন প্রায় সাত বছর ধরে মানসিক রোগে ভুগছেন। আজ তাঁকে সিলেটে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।’