Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রিয়াজ উদ্দিন এই রায় দেন। জ্যোতি বিকাশ দাস চাঁনপুর গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় জ্যোতি বিকাশ দাস ছোটন আদালতে উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটন তাঁর দলবল নিয়ে একই গ্রামের আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা চালান। এ সময় তাঁরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তপন দাস, সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু নামের তিন আসামিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে নির্যাতিতরা ন্যায় বিচার পেয়েছেন।’

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়: সভাপতিকে ‘অছাত্র’ দাবি করে ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

১০ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি জাহিরের বাড়িতে দুদকের নোটিশ