হোম > সারা দেশ > সিলেট

দোকানে প্রতিবন্ধী ব্যক্তির গলাকাটা লাশ, ভাঙা ক্যাশবাক্স

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের একটি মুদি দোকান থেকে প্রতিবন্ধী দোকানির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গিয়ে লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহত জালাল মিয়া (৫০) গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জালাল মিয়া তাঁর বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১ নম্বর লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও সেখানেই বাস করে আসছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বেচাবিক্রি শেষে তিনি দোকানেই ঘুমিয়ে পড়েন। স্থানীয়রা আজ দোকানে গেলে তাঁর গলাকাটা লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। 

এ সময় দোকানে টাকা রাখার ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ড্রয়ারের টাকা লুট করার সময় জালাল মিয়া বাধা দিলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন