সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’