গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নলকূপে কাজ করতে গিয়ে আব্দুল করিম (৩০) নামের এক যুবক মারা গেছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) বিকেলে জাফলংয়ের ছৈলাখেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে ছৈলাখেল এলাকার একটি কূপে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল করিম। পরে স্থানীয়রা জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং থানা-পুলিশকে খবর দেন। জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আব্দুল করিমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে আব্দুল করিমকে উদ্ধার করা হয়। বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নলকূপে পড়ে যুবক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সুমন।
এর আগে, গত ১২ এপ্রিল একই এলাকার অপর একটি কুয়ায় কুপ পরিষ্কার করতে গিয়ে কাওছার খন্দকার নামে এক যুবক মারা যান।