Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বিএনপি এখন রাজনৈতিক নয়, সন্ত্রাসী দল: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপি এখন রাজনৈতিক নয়, সন্ত্রাসী দল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি।’ 

আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মন্ত্রী এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করতেছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল। কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব।’ 

পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী প্রচারণাকালে সঙ্গে ছিলেন সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র ও সিলেট নগর যুবলীগের সভাপতি আলম খান প্রমুখ।

নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে এবং করে যাবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের। আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব। যারা বিদেশে যাবেন, তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।’

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক