Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সংবাদকর্মী অমিত হত‍্যার দায় স্বীকার ২ আসামির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সংবাদকর্মী অমিত হত‍্যার দায় স্বীকার ২ আসামির

সিলেটের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবু (৩৬) হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জবানবন্দি দেয়া আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিগচ্ছর (কালিকাস্থ, বস্তি) জামাল ভূঁইয়ার মেয়ে সুমাইয়া আক্তার সুমি (২০) এবং সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার আব্দুস সালামের ছেলে তাহমিদ আহমদ (২৬)। তারা সিলেট নগরীর আরামবাগ এলাকার ভাড়াটিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানায় পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, সুমি ও তাহমিদ আহমদকে গত মঙ্গলবার সকালে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।

এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগরের ঈদগাহ এলাকার হাজারিবাগ থেকে আব্দুল মুকিতের ছেলে ফয়ছল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ফয়ছলের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি কারাগারে রয়েছেন।

গত ২৫ এপ্রিল রাত আড়াইটায় নগরের এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা বাগান সংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের গৌর চাঁদ দাসের ছেলে। দুই সন্তানের জনক অমিত সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় ২৭ এপ্রিল অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক