Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশের সীমান্ত দিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি ইউনিট ও ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নীতিগতভাবে আর একজনও রোহিঙ্গা নেব না। রোহিঙ্গা নিয়ে আমরা অলরেডি ঝামেলায় পড়েছি। প্রতিবছরে অনেক টাকা খরচ করছি। সম্প্রতি ওখানে ঝামেলা হয়েছিল, কিছু লোক ঢুকে গেছে। আস্তে আস্তে সেগুলো বের করে দেওয়া হবে।’ 

বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওসমানী হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এই অঞ্চলের মানুষের; বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে। অবদান রাখবে এনসিডিসি ইউনিটও।’   

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে তিনি বলেন, ‘হাসপাতালটির ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা বাড়াতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি।’

হাসপাতালের অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি হয়ে গেলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।’

সিলেটে ভারতীয় মালামালসহ আটক ৪

নিখোঁজের ৫ দিন পর জেলের মরদেহ উদ্ধার

জগন্নাথপুরের সড়ক: ১০ বছরেও শেষ হয়নি সংস্কার, এখন ভাঙছে

গুমের তথ্যচিত্রের শুটিংয়ে সিলেট সীমান্তে সালাহউদ্দিন আহমদ

সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্তজেলা রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

প্রার্থী ঘোষণা করে দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে—বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতা

সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুনসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের ৫ আসন: নবীন মুখের ছড়াছড়ি হাওর-ভাটির জেলায়

সিলেটে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিজিবির হাতে ধরা পড়ল ভারতীয় গরু-মহিষের বড় চালান