হোম > সারা দেশ > হবিগঞ্জ

ছোট ভাইয়ের উদ্দেশ্যে বড় ভাইয়ের ছোড়া শিলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছোট ভাইকে উদ্দেশ্য করে বড় ভাইয়ের ছোড়া শিলের আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নারী হলেন বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৫৪)। গতকাল রাতে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর ঘটনায় বড় ছেলে রিপন মিয়া (২৩) স্ত্রী-সন্তান নিয়ে পলাতক আছেন।

রাবেয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে স্বজনেরা রাবেয়ার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের অভিযোগ ওঠা ছেলে পলাতক আছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি।

স্থানীয় লোকজন ও ওসি অজয় চন্দ্র জানান, রাবেয়ার বড় ছেলে রিপন মিয়া বিয়ে করে সংসার থেকে আলাদা হয়ে যান। স্ত্রীর সঙ্গে তাঁর মায়ের ঝগড়া লেগেই থাকত। এর জেরে গতকাল বিকেলে রাবেয়ার সঙ্গে ছেলে রিপনের স্ত্রী বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে বড় ভাই রিপনও এগিয়ে এসে শিপনকে মারধর করতে উদ্ধত হন।

ঘটনার সময় ছোট ভাইকে আঘাতের উদ্দেশ্যে শিল ছুড়লে তা রাবেয়ার কপালে লাগে। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে রাবেয়ার মৃত্যু হয় বলে জানান ওসি অজয় চন্দ্র।

ছেলের ছোড়া শিলের আঘাতে মায়ের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছোটন কান্তি তালুকদার। তিনি বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে শুনেছি শাশুড়ি-পুত্রবধূর মধ্যে ঝগড়া হয়। ছোট ছেলে মায়ের পক্ষ নেওয়ায় স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইকে মারতে গিয়ে শিল উড়িয়ে মারেন রিপন মিয়া। আর সেই শিলের আঘাতেই তাঁর মা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা