হোম > সারা দেশ > সিলেট

বিমানবন্দরে আটকে দেওয়া হয় চিত্রনায়িকা নিপুণসহ ৩ জনকে, দুজন জেলে

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

চিত্রনায়িকা নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণসহ তিনজনকে লন্ডন যেতে দেওয়া হয়নি। তিনজনেরই আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল।

লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আর মো. গাফফার খান লিটন ও মিলন মিয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রতারণার মামলা রয়েছে। রিকুইজিশনের ভিত্তিতে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, লিটন ও মিলন শাহপরান থানার প্রতারণা মামলার ১ ও ২ নম্বর আসামি। আটকের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার আজকের পত্রিকাকে বলেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যেতে দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা