সিলেট প্রতিনিধি
সিলেটের কিছু এলাকায় আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় উন্নয়নমূলক কাজ, বার্ষিক শিডিউল মেরামত ও সংরক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি উপশহর ফিডার ও ৩৩ / ১১ কেভি উপশহর উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডারে শনিবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত শাহজালাল উপশহর, মেন্দিবাগ, কুশিঘাট, মিরেরচক, মুরাদপুর বাইপাস, মিরাপাড়া, টিলাগড়, শিবগঞ্জ, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, রায়নগর, রাজবাড়ী, মিরাবাজার, নাইরপুল, আগপাড়া, ধোপাদিঘীরপাড়, সোবহানিঘাট, বিশ্বরোড, বঙ্গবীর আ/এ, কালিঘাট, মাছিমপুর, লালদিঘীরপাড়, ক্রিয়া কমপ্লেক্স ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।