হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মানিক মিয়া (৭০) এবং চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের সোহেল মিয়া (৪২)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।