হোম > সারা দেশ > সিলেট

বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার ও খাদ্যসহায়তা দেওয়ার দাবি বিএনপির

সিলেট প্রতিনিধি

সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় পানিবন্দী মানুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্যসহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘প্রথম দফা বন্যার সময় আমরা দাবি জানিয়েছিলাম সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে বন্যার্তদের দীর্ঘমেয়াদি খাদ্যসহায়তা প্রদানপূর্বক পুনর্বাসন করতে। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি। এখন মাত্র এক মাসের মধ্যেই সিলেটে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কাইঘাট, জকিগঞ্জ, সিলেট সিটি করপোরেশন এলাকার বেশির ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বিয়ানীবাজার ও বিশ্বনাথের কিছু এলাকার মানুষ এখন পানিবন্দী। আমরা এসব এলাকার পানিবন্দী মানুষদের উদ্ধার-পরবর্তী সময়েও সেনাবাহিনীর মাধ্যমে বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি পর্যাপ্ত পরিমাণ খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় সরকার থেকে যে বরাদ্দ আসবে, তা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা লুটপাট করে ফেলবে।’

সেই সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ বন্যাদুর্গত এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। 

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

সেকশন