হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মহাজনেরা তেলের দাম বাড়ালে আমরা বাড়াতে বাধ্য হই: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, `এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। মূল মহাজনেরা যখন দাম বাড়ায়, তখন আমাদের বাধ্য হয়েই বাড়াতে হয়। তবে তেলের দাম মহাজনেরা যতটা বাড়িয়েছে, সেই অনুপাতে আমাদের দেশে এতটা দাম বাড়েনি।'

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ৫০তম সমবায় দিবসের আলোচনাসভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় এ আলোচনাসভার আয়োজন করে। সভায় পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। 

জ্বালানি তেলের ম্যল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট প্রসঙ্গে মন্ত্রী বলেন, `এখনো আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। এখন যে দাম বাড়ানো হয়েছে, তার পরও ভর্তুকি দিতে হবে। তবে আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব। ধর্মঘট ডেকে সমাধান হবে না।'

এর আগে সমবায় দিবসের আলোচনার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয় এবং সমবায় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। 

র‍্যালি শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ। 

আলোচনাসভা শেষে জেলার চারজন সেরা সমবায়ীকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জেলার ১২ উপজেলায় পৃথক পৃথক র‍্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা