Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটে নববধূর লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটে নববধূর লাশ উদ্ধার 

বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ। 

তানজিনা ইসলাম উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সাজুর স্ত্রী। 

পুলিশ জানায়, গত ২১ জুন পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। সোমবার রাতে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তানজিনার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তানজিনা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ওই নববধূর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। 

তাদের দাবি, পরিকল্পিতভাবে তানজিনাকে হত্যা করা হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে লক্ষণ দেখে ধারণা হচ্ছে, আত্মহত্যা। এর পেছনে অবশ্যই কারণ আছে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে বিক্ষোভ-মানববন্ধন

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত