সিলেট প্রতিনিধি
সিলেটে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সিলেট-সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ও আজ সিলেট-সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, কম্বল, সাবানসহ বিভিন্ন পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটক মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭১ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিধি মোতাবেক আটক চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।