নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিয়ানীবাজারে মাছ ধরতে যাওয়া পাবেল আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে কোনো কিছু ধরা পড়েনি। তা ছাড়া পরিবার ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসীর মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন।’
পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে পাবেল আহমদ বাড়ির পাশে মাছ ধরতে যায়। পরে দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় তার বাবা রফিক উদ্দিন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাছ ধরার স্থানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।