হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা মাজার ভেঙে দিল এলাকাবাসী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মাজার ভাঙছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা মাজার ভেঙে দিল এলাকাবাসী। গতকাল সোমবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তোলা বুরহান উদ্দিন (র.) নামের এ মাজার ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম বলেন, ২০২১ সালে আব্দুল হামিদ নিজ বাড়িতে একটি ভুয়া মাজার তৈরি করলেও মাজারের প্রধান ফটকে লিখে রাখেন ২০০৪ সালে নির্মাণ করা হয়েছে, মাজারে বিভিন্ন সময় অসামাজিক কার্যক্রম চলায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সামাজিক বৈঠক করে মাজারটি গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাজী ওমর ফারুক নামের স্থানীয় আরেক ব্যক্তি বলেন, বিভিন্ন নারী-পুরুষ এখানে এসে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ করেছেন। এলাকার লোক বাধা দিলেও মাজারে মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধ না হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাজার ভেঙে দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বুলবুল আহমদ ওয়াতির বলেন, আব্দুল হামিদের স্ত্রী অসুস্থ। সুস্থতার জন্য বিভিন্ন কবিরাজের কাছে তাঁকে নিয়ে যান। তখন মনিরউদ্দিন ও বিলফারি হুজুর নামের দুই ব্যক্তি নাকি আব্দুল হামিদকে বলেন এখানে মাজার তৈরি করলে তাঁর স্ত্রী সুস্থ হয়ে উঠবেন। তখন তিনি এখানে মাজার তৈরি করেন। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাজার নির্মাণের বিষয় নিয়ে আব্দুল হামিদের সঙ্গে তাঁর বাড়িতে বসি। বসার পর আব্দুল হামিদ ও তাঁর পরিবারের লোকজনকে বিষয়টি বুঝিয়ে বলার পর বুরহান উদ্দিন (র.) নামের ভুয়া মাজারটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে মাজার নির্মাণকারী আব্দুল হামিদ বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা ফুলতলী সাহেবের ছেলের অনুমতি নিয়ে সেখানে মাজার নির্মাণ করি। নির্মাণের পরে আমার স্ত্রী সুস্থ হয়ে যান। কিন্তু এই মাজারে কোনো বাজে কাজ হয়নি। গত সোমবার রাতে স্থানীয়রা মিলে আমার মাজার ভেঙে ফেলেন। মাজার ভেঙে ফেলার পর থেকে আমার স্ত্রী আবার পাগলের মতো হয়ে গেছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক শামীম আকনজি বলেন, মাজার ভাঙার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেইনি। আমি খোঁজ নিচ্ছি।

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

সেকশন