হোম > সারা দেশ > সিলেট

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ তরুণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজনগর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিখোঁজ তরুণে নাম সাদিক হোসেন হৃদয় (১৯)। তিনি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের সোনাহর মিয়ার ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে বন্যার পানিতে মাছ শিকার করতে সোনাহর মিয়া তাঁর ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকানের কাছে মাছ ধরতে যান। মধ্যরাত পর্যন্ত মাছ ধরার জন্য সেখানে অবস্থান করেন। একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় বন্যার পানিতে জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তাঁর বাবা উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু পানির তীব্র স্রোত তলিয়ে যান। 

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘নিখোঁজের সংবাদ শুনে সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যাহত রেখেছি।’

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতি

ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

সেকশন