সিলেটের দক্ষিণ সুরমায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সুলতানা বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহত নারী দক্ষিণ সুরমা উপজেলার আব্দিপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় লরি চালক সারোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। এটি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওই নারী প্রাণ হারান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরির চালককে আটক ও লরিটি জব্দ করেছে।