সিলেট প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জ উপজেলায় যুবক ফখরুল ইসলাম হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন এবং একজনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
রায়ে মামলা থেকে পাঁচজনকে খালাস দেওয়া হয়। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— বালাগঞ্জের জামালপুর গ্রামের মাহমদ আলী ওরফে কাছা, আফিক মিয়া, সুহেল, শামীম চৌধুরী, ছাবের আহমদ ও তাঁর সহোদর জুবের আহমদ। এ ছাড়া এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম ইন্তাজ। রায় ঘোষণার সময় মাহমদ আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলা চলাকালে দুই আসামি আখলিছ ও মনির আলী মারা যান। ২০০৬ সালের ১২ মে জামালপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে ফখরুল ইসলাম (৩৫) খুন হন।