সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জের পর এবার সিলেটে বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে শনিবার দুপুর ১২টার পর থেকে সিলেটের কুমারগাঁও গ্রিড লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির।
প্রকৌশলী আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘২৯ বছর ধরে এখানে চাকরি করছি। এমন বন্যা কখনো দেখিনি। এর আগে কখনোই কুমারগাঁও গ্রিড লাইনে পানি ওঠেনি। এবারের পানি ভয়ংকর।’
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। আগে থেকেই প্লাবিত হওয়া এলাকায় পানি আরও বাড়ছে। এবারের বন্যায় পুরো সিলেটের বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত মাসের বন্যায় দক্ষিণ সুরমা, উপশহরসহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছিল বিদ্যুৎ সরবরাহ। কিন্তু এবারের বন্যায় পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধ করা হলো।
গতকাল শুক্রবারই কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি ঢুকতে শুরু করেছিল। গতকাল উপকেন্দ্রের এক্সেন প্রকৌশলী সুরঞ্জিত সিং জানিয়েছিলেন, যদি উপকেন্দ্রের কন্ট্রোলরুমে পানি ঢোকে, তবে ওই গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দিতে হবে। আর সেটি হলে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে।