Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

মহাসড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

মহাসড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় একটি পাইপগানসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে হায়দরপুর গ্রামের যৌথ বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাত (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আজিদুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ বলেন, তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতিতে নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাঁর তথ্যমতে একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় মামলার পর আজ শনিবার কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়। জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক