Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বুধবার সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পাঁচজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের পূর্ব মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)।

আহত হলেন—মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গিরিন্দ্র দেবের ছেলে সৈকত দেব (১৮), পূর্ব মাইজদিহি গ্রামের আলামাছ মিয়া ছেলে রাব্বী (১৮), পৃর্ব মাইজদিহি গ্রামের মজিদ মিয়া ছেলে সিএনজি চালক জুয়েল আহমদ (২০) ও ভানুগাছ বাজারের সুলেমান মিয়ান মেয়ে জান্নাতুল (১১)। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি কলেজের (প্রাক নির্বাচনী পরীক্ষার্থী) আসছিল একটি অটোরিকশা। পথে ভানুগাছ বটতলা এলাকায় দৌড়ে একটি শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। একতে আল সায়েম ঘটনাস্থলে ও অমিত সূত্রধরকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে মারা য়ায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে বিক্ষোভ-মানববন্ধন

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত