Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
কাউছার মিয়া (বামে) ও আব্দুল কাদির। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে কাউছার মিয়া (২২)।

দুর্ঘটনায় হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির ও কাউছার মিয়াসহ আরও একজন মোটরসাইকেলে করে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচংয়ের পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদির মারা যান। কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে স্থানীয়রা।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।’

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ