হোম > সারা দেশ > সিলেট

সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ল নদীতে, ৪ ছাত্রলীগকর্মী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে ৪ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন— উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। 

তাঁরা চারজন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়িক কাজে তাঁরা তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। 

ঘটনার বর্ণনা দিয়ে ওসি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাঁরা প্রাইভেট কারে করে জৈন্তাপুর থেকে তামাবিল স্থলবন্দরের দিকে রওনা হন। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নেওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়। 

এদিকে চিকিৎসায় অবহেলা এবং অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা