হোম > সারা দেশ > সিলেট

শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি শাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘চেতনা ৭১’ ভাস্কর্যের সামনে এই সমাবেশ হয়।

শাবি শিক্ষকেরা ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। সেখানে শিক্ষকেরা সমাবেশে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০-৭০ জন শিক্ষক।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করেন। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

পরবর্তী সময়ে দুপুর সাড়ে ১২টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেন এ পদযাত্রায়। সুবিদবাজার পয়েন্টে পৌঁছালে পুলিশ ফের বাধা দেয়। সেই বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা পদযাত্রা করে মীরের ময়দান বেতার সিলেট কেন্দ্রের সামনে পৌঁছালে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয়। সংঘর্ষ বাধলে টিয়ার গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতি

ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সেকশন