হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুকুরের পাড় ধসে ঝুঁকিতে তিনতলা ভবন

প্রতিনিধি

সিলেট: প্রবল বৃষ্টিতে নগরীর আম্বরখানার মণিপুরি পাড়ায় পুকুরের পাড় ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে একটি তিনতলা ভবন। এই পরিস্থিতিতে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টি চলাকালে পুকুরের গার্ডওয়াল ধসে পড়ে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, পুকুরের পাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিকের একটি টিম। নতুন করে পুকুরটিতে যাতে ভাঙন দেখা না দেয় এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছে সিটি করপোরেশন।

ভবনের মালিক রঞ্জন সিংহ রাজিব বলেন, বিকেল ৩টার দিকে পুকুর পাড়টি ধসে যেতে দেখেন। এরপর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুকুর পাড়টি ধসে যাওয়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। সিটি করপোরেশনের প্রকৌশলীদের পরামর্শ নিয়ে তিনি ভবন সুরক্ষার চেষ্টা করছেন।

ভবনের বাসিন্দাদের ধারণা, গত শনি ও রোববার পাঁচ দফা ভূমিকম্পের কারণে পুকুরপাড়ের গার্ড ওয়ালটি দুর্বল হয়ে পড়ে। আর সোমবারের প্রবল বৃষ্টিতে পাড় একবারে ধসে গেছে।

তবে ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আসলে ভূমিকম্প না বৃষ্টির জন্য পুকুরের পাড় ধসে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা