হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে অনুপ্রবেশের সময় নারীসহ ৪ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার উপজেলার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 
 
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়ার মো. এরশাদ হোসেনের ছেলে মো. জহির উদ্দীন (২৯), মো. জহির উদ্দীনের স্ত্রী মোছা. আফরোজা সুলতানা (২২), মো. আবুল কাসেমের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৮), পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. দাদন সিকদারের ছেলে মো. মিরাজ (২৭)। 

বিজিবি জানায়, গতকাল সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সংগ্রাম বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরের রানীরঘাট এলাকা দিয়ে চার ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। 

এ সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক চারজনকে বিজিবি গতকাল রাতেই থানায় হস্তান্তর করে। আজ (বৃহস্পতিবার) সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা