কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২০৭ পরিবারের মধ্যে ১২ লাখ টাকার ঢেউটিন বিতরণ করা হয়েছে। নিজবাহাদুরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ শনিবার দুপুরে ঢেউটিন দেওয়া হয়। এতে সহযোগিতা করেছে দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাব।
পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাবেক সেক্রেটারি আজাদ আহমদের সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য এমরানুল হক বাবু ও এলাকার মুরুব্বি হাজী ইলিয়াছ আলী।