কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ট্রাকচাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুনবীর (পাত্রীকুল) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত মা ও ছেলের পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার খবর পেয়েছি মা ও ছেলের দুজন নিহত হয়েছে তাঁদের নাম ও পরিচয় এখনো সঠিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।