নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সিলেট সফরে এসেছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে সার্কিট হাউসে ওঠেন তিনি।
সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিইসি রাতে সিলেট সার্কিট হাউসে রাতযাপন করবেন।’
প্রধান নির্বাচন কমিশনারের সফরসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় নগরীর মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এতে উপস্থিত থাকবেন সিটি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই দিন রাত ৮টা ২০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।