জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মিনি পাগনা হাওরে এ ঘটনা ঘটেছে।
আবু হানিফ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে হাওরে নিজের মরিচ খেত দেখতে গেলে আকাশে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, আবু হানিফের মৃত্যুর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে সহযোগিতার দেওয়া হবে।