হোম > সারা দেশ > সিলেট

মান্নান-সাবেরের জামিনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর। আজ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরের চৌহাট্টা থেকে শুরু হয়ে বন্দরবাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাবেরের মতো ফ্যাসিবাদের দালালেরা জামিনে বের হয়ে এলে, মান্নানের মতো খুনের পরিকল্পনাকারীরা জামিন পেলে, গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আওয়ামী লীগের যেসব দোসর ঘাপটি মেরে রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হলে এই সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে।

বক্তারা আরও বলেন, ‘কেন সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানকে আটক করা হলো? কেনই বা তাঁদের মুক্তি দেওয়া হলো। এর ফলে আওয়ামী লীগ মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে কিন্তু এই সরকারকে এর দায় নিতে হবে। আমরা কখনো কোনো সরকারের দালালি করিনি। তাঁদের রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করব, একই সঙ্গে তাঁরা ভুল করলে সমালোচনা করব।’
 
সিলেট জেলা যুব অধিকার পরিষদ সভাপতি শাহ শামীম আহমেদ অপুর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি জোবায়ের আহমেদ তোফায়েলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন মির্জা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী প্রমুখ।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন