সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার সুরমা গেট এলাকা থেকে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতের এই অভিযানে ট্রাক ফেলে চালকসহ তিনজন পালিয়ে যান। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সুরমা গেটে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে সিগন্যাল দিলে সেটি রেখে চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। ট্রাকটি তল্লাশি করে নীল ত্রিপল দিয়ে মোড়ানো ৩০৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।