সিলেটের জকিগঞ্জে চা-দোকানিকে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ সেলিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জের মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।
গতকাল বুধবার সকালে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তাঁদের গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা-পুলিশ।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার বলেন, জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের মৃত সইয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু। তিনি চা-দোকানি ছিলেন। পূর্ববিরোধের জেরে তাঁর ভাগনে জাকারিয়াসহ কয়েকজনের পিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ইতিমধ্যে মামলার আসামি জাকারিয়ার মা চায়না বেগমকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: