Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বেতন-ভাতাসহ ৩ দাবিতে সিমেবি কর্মচারীদের প্রতীকী অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বেতন-ভাতাসহ ৩ দাবিতে সিমেবি কর্মচারীদের প্রতীকী অবস্থান

বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সিমেবি) প্রতীকী অবস্থান কর্মসূচি পালন হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচি পালন করে। 

দাবিগুলো হলো চাকরি স্থায়ী করা, নিয়মিত বেতন-ভাতা ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করা। 

আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবলের জন্য সার্কুলার দিলেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এ অবস্থায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা। 

তারা আরও জানান, দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কর্মকর্তা–কর্মচারীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেও তিনি কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন। 

সংগঠনের সদস্যসচিব নাদিম সীমান্ত বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আরও কঠোর কর্মসূচির দেওয়া হবে।’ 

কর্মসূচি শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। পরে গণস্বাক্ষর ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক