সিলেট প্রতিনিধি
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। নগরীর লালবাজারে বিক্রির জন্য আনা মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এককভাবে কেউ না নিলে পরবর্তীতে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া।
আজ বুধবার সকালে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন।
মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি সুরমা নদীতে ধরা পড়েছে। সেখানকার লামাকাজি বাজারের এক জেলের কাছ থেকে মাছটি কিনে এনেছেন তিনি।
বেলাল জানান, ৮৫ হাজার টাকায় তিনি মাছটি কিনেছেন। এখন বিক্রির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাম চাইছেন। ১ লাখ ২০ হাজার টাকা পেলে মাছটি বিক্রি করবেন তিনি।
মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। প্রতি কেজি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে।