সিলেট প্রতিনিধি
সিলেটে বালু চাপা দিয়ে রাখা ৮৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কালীঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারিরা ওপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ৪ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন চোরাকারবারি পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।