Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিপেন মুন্ডা কুরমা চা–বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে। লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। এ সময় তাঁর শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা আছে কি না তা আমার জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে আমরা মামলা করব।’

ওসি ইফতেখার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।

শিক্ষকের শরীরে ধাক্কা লাগায় ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর, ভিডিও ভাইরাল

হবিগঞ্জ মেডিকেল বন্ধের চক্রান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধের ডাক

হবিগঞ্জে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

মেরামতের জন্য খোয়াই নদীর নতুন সেতু বন্ধ থাকবে ১২ ঘণ্টা

জমির ধানগাছ খাওয়ায় মহিষের পাল নিয়ে থানায় হাজির কৃষক

জাহাঙ্গীরের স্ত্রী জোহরার ‘অনিয়ম-দুর্নীতি’ই নিয়ম

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ভর্তিতে কোটা আপাতত স্থগিত

হাওর বাঁচাও আন্দোলন ও ডিসি দুই মেরুতে

সিলেটে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন