সিলেট মহানগর পুলিশ ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গতকাল রোববার শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্টে ভারতীয় চিনিবাহী একটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশির সময় ট্রাক থেকে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। চিনির আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।