হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আবারও বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

করোনার কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তের দুটি শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়। 

তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন সিদ্ধান্তক্রমে আবারও চুনাপাথর আমদানি শুরু হয়েছে। 

বাগলী আমদানিকারক সমিতির সভাপতি ডা. মনির হোসেন বলেন, আমদানি না থাকায় সীমান্ত এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন। নতুন করে চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে। 

বড়ছড়া কাস্টমস অফিস থেকে জানা যায়, প্রথম দিনে বড়ছড়া শুল্কস্টেশন থেকে ২২টি ট্রাক দিয়ে ২৫২ মেট্রিক টন এবং বাগলী দিয়ে ১১টি ট্রাক দিয়ে ১৩২ মেট্রিক টন চুনাপাথর বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এখানকার ব্যবসায়ীরা চুনাপাথরগুলো গ্রহণ করে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি জটিল ও বাংলাদেশে লকডাউনের কারণে গত ১ মে থেকে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েন এখানকার কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীসহ একাজের সঙ্গে জড়িত শ্রমিকেরা।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা