হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩০) ও সিরাজ মিয়া।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪-৫ জনকে সিলেট পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পরে বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।